বগুড়ায় বাস চাপায় মা-মেয়ে নিহত


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২১ মার্চ ২০১৬

বগুড়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টায় বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের ঠেঙ্গামারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা উত্তরপাড়ার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রানু খাতুন (২৫) ও মেয়ে জাকিয়া সুলতানা (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজের সামনে মা ও মেয়ে মহাসড়ক পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-১৪-৮৯৮৫) তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পার্শ্ববর্তী একটি সিএনজি স্টেশনে বাস থামিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়।

শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।