নতুন গভর্নরকে এফবিসিসিআইয়ের অভিনন্দন
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. ফজলে কবিরকে অভিনন্দন জানিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একই সঙ্গে ব্যাংক খাতে শৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গিকারও করেছে সংগঠনটি।
সোমবার এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পক্ষে সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ গভর্নরকে অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় সভাপতি উল্লেখ করেন, নবনিযুক্ত গভর্নর মো. ফজলে কবির একজন দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে অত্যন্ত প্রশংসার সেঙ্গ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সাবেক সিনিয়র অর্থসচিব হিসেবে ও সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও ফজলে কবির দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বার্তায় বলা হয়, এফবিসিসিআই এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ প্রচেষ্টায় ব্যাংক ঋণের সুদের হার ইতোমধ্যে অনেকক্ষেত্রে ‘সিঙ্গেল ডিজিট’-এ নেমে এসেছে। বেশ কিছু দিন ধরেই যেহেতু দেশের মূল্যফীতি বেশ নিয়ন্ত্রণে রয়েছে, তাই এ সুবিধাটি কাজে লাগিয়ে এফবিসিসিআই ও বাংলাদেশ ব্যাংকের কার্যকর প্রচেষ্টায় ঋণের সুদের হার আরো নামিয়ে আনা সম্ভব হবে বলে এফবিসিসিআই আশা করে।
এছাড়াও দেশের এসএমই খাতের দ্রুত উন্নয়ন, নারী উদ্যোক্তা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহন, নন-পারফর্মিং লোনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, তৈরি পোশাক খাতের শ্রমিকদের আবাসনের জন্য দ্রুত গৃহায়ন তহবিলের কার্যক্রম শুরুর বিষয়েও এফবিসিসিআই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করতে আগ্রহী।
ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশে ব্যাংকের রিজার্ভের টাকা থেকে ৮শ কোটি টাকা হ্যাকিংয়ের মাধ্যমে সরিয়ে নেয়া হয়। বাংলাদেশ ব্যাংক বিষয়টি ধামা চাপা দিয়ে রাখার চেষ্টা করলেও ফিলিপাইনের একটি সংবাদ মাধ্যমে তা ফাঁস করে দেয়। এর জেরে বাংলাদেশের কেন্ত্রীয় ব্যাংকের গভর্নরের পদ ছাড়তে হয় ড. আতিউর রহমান। এরপর নতুন গভর্নর হিসেবে ফজলে কবিরের নাম ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২০ মার্চ বাংলাদেশ ব্যাংকে ১১তম গভর্নর হিসেবে যোগদান করেন ফজলে কবির।
এসআই/এনএফ/পিআর