আয় বৈষম্যে বাড়বে দরিদ্রের হার


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২১ মার্চ ২০১৬

ধনী-গরীবের মধ্যে আয় বৈষম্য কমাতে না পারলে প্রবৃদ্ধি বাড়লেও দরিদ্রের হার কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একইসঙ্গে টেকসই উন্নয়নের জন্য সুষম আয়ের জন্য সামষ্টিক জনগোষ্ঠীর উন্নয়নে যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিকল্প নেই বলেও জানান তিনি।

সোমবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইউএনডিপি আয়োজিত বাংলাদেশে শহরের দারিদ্র হ্রাস সংক্রান্ত দু`দিন ব্যাপি ‘রিজিওনাল এক্সচেঞ্জ ’ শীর্ষক কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অর্থনীতি এবং দরিদ্রতা হাত ধরাধরি করে চলে। আয় বৈষম্য স্বাভাবিক থাকলে শতকরা একভাগ প্রবৃদ্ধি বাড়লে শতকরা তিনভাগ দরিদ্রতা কমে আসে। আয় বৈষম্য বেশি হলে প্রবৃদ্ধি বাড়লেও দরিদ্রের হার সে পরিমাণে কমে না।

বর্তমান সরকার সামষ্টিক জনগোষ্ঠীর সুষম উন্নয়নে যুগান্তকারি বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন হলে আরেকটি শুরু করেন । এরই ধারাবাহিকতায় গত সাত বছরে বাংলাদেশে অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। বাংলাদেশ বিশ্বে অর্থনৈতিক সক্ষমতার তালিকায় ৩২তম স্থান দখল করতে সক্ষম হয়েছে । এ ধারা অব্যহত থাকলে আগামী ২০৩০ সালে বাংলাদেশ বিশ্বে ২৩তম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

অনুষ্ঠানে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি, ইউএনডিপি’র কান্ট্রি ডাইরেক্টর পলিন তামেসিশ বক্তৃতা করেন । এছাড়া অনুষ্ঠানে দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিগণ অংশ নেন।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।