ফকির চেয়ারম্যানের পৌনে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ৩০ আগস্ট ২০২৩
ফাইল ছবি

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ২৫৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে দুদকের উপ-পরিচালক রেজাউল করিম সংস্থাটির ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি করেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে ২০০৪ এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২০২১ সালে সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেনের সম্পদ বিরবণী তলব করে দুদক। আসামির আয়কর নথি, সম্পদ বিবরণী বিশ্লেষণ ও অনুসন্ধান করে জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ২৫৭ টাকার সম্পদ পায় দুদক। তদন্তকালে এই মামলার অপরাধের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে আনা হবে বলেও উল্লেখ করা হয়।

এসএম/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।