নারী ক্রিকেটেও কিউইদের কাছে হারলো অস্ট্রেলিয়া


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২১ মার্চ ২০১৬

স্মিথদের হারের সঙ্গী হলেন এলিসা হেলি এবং পেরিরাও। পুরুষদলের মত অস্ট্রেলিয়া নারী দলও হারলো নিউজিল্যান্ডের কাছে। বিশ্বকাপ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া পুরুষ দল ৮ রানে হারে নিউজিল্যান্ডের কাছে। সেই ধারাবাহিকতায় অসি নারী দল এবার কিউই নারী দলের কাছে হারলো ছয় উইকেটে।

অস্ট্রেলিয়া নারী দলকে এক প্রকার উড়িয়েই দিয়েছেন কিউইরা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান করতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার হয়ে এলিস পেরি সর্বোচ্চ ৪০ রান করেন। তাছাড়া আর বলার মত কোন ব্যাটসম্যানই রান করতে পারেননি। নিউজিল্যান্ডের কাসপেরেক একাই নেন তিন উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ভালো সূচনা পায় কিউইরা। সুজি ব্যাটিস ২৩ এবং রাচেল প্রিয়েস্ট ৩৪ রান করলে জয়ের ভিত পেয়ে যায়। তাদের আউটে কিছুটা চাপে পড়লেও পরবর্তী ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে মাত্র ১৬.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় নিউজিল্যান্ড। তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন কাসপেরেক।
 
আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।