সিংহের অর্থ ব্যয়, স্বপ্ন পূরণ বৃশ্চিকের


প্রকাশিত: ০২:৩০ এএম, ২২ মার্চ ২০১৬

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
চতুর্দিকে লাগাতার উন্নতিতে মন আনন্দে নাচবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যাংক ব্যালান্স ফুলে-ফেঁপে উঠবে। দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির তীব্র অনল জ্বেলে দিতে পারে। ঘুষ গ্রহণসহ সব প্রকার অনুচিত কাজবাজ থেকে বিরত থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বিদেশগমনেচ্ছুদের বিদেশগমনের স্বপ্ন-সাধ পূরণ হবে। অপরদিকে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা পুরস্কৃত হওয়ার সম্ভাবনা।

মিথুন (২১ মে-২০ জুন)
আয়-উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন-সাধ ভেঙে যাওয়ায় মন বিষণ্ন হয়ে থাকবে। মামলা-মোকদ্দমার রায় বিপক্ষে যাওয়ায় সম্পত্তি হাতছাড়া শুধু নয়, সম্ভাব্য ক্ষেত্রে আরও বেশি কিছুদিন কারাবাস ভোগ করতে হবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। সেই সঙ্গে নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। দাম্পত্য সুখ-শান্তি-প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
রাগ-জেদ-অহংকার বর্জনের সঙ্গে পরিশ্রমী ও অধ্যবসায়ী হলে ভাগ্যলক্ষ্মীর বরমাল্য পরতে সক্ষম হবেন। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। লৌকিকতায় প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে গুনতে অবশেষে বন্ধ হয়ে পড়তে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গের দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মক্ষেত্রে প্রচেষ্টা আর পরিশ্রমের পূর্ণ ফল প্রাপ্ত হবেন। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। হারানো বুকের ধন বুকে ফিরে আসায় গৃহবাড়ি সাজ সাজ রব রব করবে। স্বপ্ন দেখা নয় বরং প্রেমীযুগলের বিবাহের স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলুন। আজকের বিনিয়োগ সারা জীবনের পাথেয় হবে। বিদেশগমনেচ্ছুদের বিদেশগমনের স্বপ্ন পূরণ হবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে তথা সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
হাত বাড়ালেই শুভফল প্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। শ্বশুরালয়, মাতুলালয় ও জীবসাথীর কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা প্রাপ্ত হবেন। বিদেশগমনের স্বপ্ন-সাধ ভেঙে যাবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির তীব্র অনল জ্বেলে দিতে পারে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা বাড়বে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। যার ফলে আপনাকে সর্বদাই অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। মন সুর, সংগীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃষ্টিধর্মী কাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হবে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।