দেবিদ্বারে দুটি কেন্দ্রে সংঘর্ষ : আহত ১০


প্রকাশিত: ০৫:০৫ এএম, ২২ মার্চ ২০১৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নির্বাচন চলাকালে ফতেহাবাদ ও রসুলপুর ইউনিয়নে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সকালে ফতেহাবাদ ইউনিয়নের বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে স্টাইকিং ফোর্সে নিয়োজিত কুমিল্লা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম মুঠো ফোনে জানান, সকাল পৌনে ১০টার দিকে ফুটবল মার্কার প্রার্থী কবির হোসেন ও টিউবওয়েল মার্কার প্রার্থী বিল্লাল হোসেনের কর্মী সমর্থকদের মধ্যে কেন্দ্রে আধিপত্য নিয়ে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে বেলা সোয়া ১০টার দিকে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের জীবনপুরে রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।