দেবিদ্বারে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন
কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কাজী মাসুদ হাসান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামের কর্মী সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের ফুলতলী এলাকায় এক সংবাদ সম্মেলন করে কাজী মাসুদ নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।
এ সময় তিনি জানান, সকাল থেকেই কেন্দ্র দখল করে নৌকা মার্কায় সিল মারে সিরাজুল ইসলামের সমর্থকরা। তাই তিনি নির্বাচন বর্জন করেছেন।
কামাল উদ্দিন/এফএ/পিআর