সিলেটে ভোটকেন্দ্রে হামলা : ককেটল বিস্ফোরণ


প্রকাশিত: ০৯:০৫ এএম, ২২ মার্চ ২০১৬

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই যুবলীগ নেতার নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এসময় ককটেলের বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি বিএনপির পোলিং বুথ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সোয়া ১২টার দিকে আখালিয়ার যুবলীগ নেতা দুলাল আহমদ ও কিলার সাহেদের নেতৃত্বে কয়েকজন যুবক আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালায়। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ভোটকেন্দ্রে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এছাড়া কেন্দ্রের বাইরে বিএনপির পোলিং বুথও ভাঙচুর করে। আতঙ্কে এ সময় ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেন কর্তব্যরত রিটার্নিং অফিসার।

পরে হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বেলা ২টার দিকে পুনরায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

ভোট কেন্দ্র দখল চেষ্টার বিষয়ে সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সানজিদা আফরিন ছন্দা জানান, বিষয়টি তার জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখছেন।

ছামির মাহমুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।