জিকা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই
জিকা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে, মশার কামড় থেকে বেঁচে থাকার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ড. মো. আজিজুর রহমান সিদ্দিকি। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জিকা ও ডেঙ্গু ভাইরাস দমন বিষয়ক এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামে জিকা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
সিভিল সার্জন ড. মো. আজিজুর রহমান সিদ্দিকি বলেন, ‘জিকা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। এ রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এ পর্যন্ত একজন মানুষও মারা যায়নি। এ ভাইরাস মানুষের পাঁচটি অর্গানের একটিও আক্রান্ত
করে না। এমনকি এ রোগে আক্রান্তকে চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি হতে হয় না।’
এসময় তিনি জানান, যে স্যাম্পলটিতে (নমুনা) জিকা ভাইরাস পাওয়া গেছে তা ২০১৪ সালের আগস্ট মাসে সংগৃহীত। এছাড়া যে রোগীর শরীরে ভাইরাসটি পাওয়া গিয়েছিল তিনি এখনো ভালো আছেন, তার পরিবারের সদস্যরাও ভালো আছেন। আক্রান্ত ব্যক্তির বয়স ৬৭ বছর। এর বেশি কিছু এখনো জানান যায়নি।
জীবন মুছা/এসএইচএস/আরআইপি