বীমা মেলা শুরু হ‌চ্ছে আজ


প্রকাশিত: ০৬:১২ পিএম, ২২ মার্চ ২০১৬

`নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা` এই স্লোগান নিয়ে আজ (বুধবার) শুরু হচ্ছে তিন দিনব্যাপি বীমা মেলা ২০১৬। এ মেলা চলবে শুক্রবার (২৫ মার্চ) পর্যন্ত।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলার উদ্বোধন করবেন। দেশে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)।

বীমা বিষয়ে দেশের মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা দূর করতেই এ মেলার আয়োজন। পাশাপাশি বিভিন্ন কোম্পানি তাদের পণ্যসেবা তুলে ধরবে।

এরআ‌গে সোমবার আইডিআরএ’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইডিআরের চেয়ারম্যান এম শেফাক আহমেদ এবং সদস্য মো. কুদ্দুস খান।

শেফাক আহমেদ বলেন, বীমা নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। এ ধারণা অনেক পুরনো। এটি দূর করা দরকার। এ জন্যই সচেতনতা বাড়াতে বীমা মেলার আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত বীমা কর্পোরেশনসহ দেশি-বিদেশি মোট ৫০টি কোম্পানি মেলায় অংশ নেবে। এর বাইরে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি ও স্কয়ারের একটি মেডিকেল স্টল থাকবে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।