প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন দাবি


প্রকাশিত: ০৫:৩১ এএম, ২৩ মার্চ ২০১৬

প্রধানমন্ত্রী ঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা বাস্তবায়ন ও জাতীয় বেতন স্কেলের ১০ গ্রেড অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। একইসঙ্গে করেসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণের জটিলতা নিরসনসহ পাঁচ দফা দাবিও জানান তারা।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত বছরের ৯ মার্চ প্রধানমন্ত্রী এক যুগান্তকারী ঘোষণার মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যদায় উন্নীত করেন। একই দিনে পদমর্যদা উন্নীতের আদেশ জারী করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর পর দুই বছরেও পদমর্যদা অনুযায়ী ১০ গ্রেড বাস্তবায়ন হয়নি।

শিক্ষকরা অভিযোগ করে বলেন, পদমর্যদা ও ১০ গ্রেড বাস্তবায়নে গড়িমসি করছে প্রাথমিক ও গণশশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের সেলফ ড্রয়িং কর্মকর্তা হিসাবে ঘোষণা না করায় এবং পদমর্যদা অনুযায়ী জাতীয় বেতন স্কেলের বেতন স্কেলের ১০ম গ্রেড অন্তর্ভূক্ত করে প্রধান শিক্ষকদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ না করায় পদমর্যদা বাস্তবায়ন হচ্ছে না।

আগামী ২০ এপ্রিলের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে ২১ এপ্রিল দেশের সকল জেলায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন শেষে জেলা প্রশাসকগণের মাধ্যেমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান তারা।

সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক রিয়াজ পারভেজের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক পারভিন আক্তার, নূর আহমেদ, আলাউদ্দিন মোল্লা প্রমুখ।

এএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।