প্রযুক্তিবিদ তানভির হাসান জোহা উদ্ধার


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২৩ মার্চ ২০১৬

তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহাকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাজধানীর বিমানবন্দর থানা পুলিশ জোহাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। জোহার চাচা মাহবুব আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার  রাতে বিমানবন্দর এলাকায় ‘উদ্ভ্রান্ত’ অবস্থায় ঘোরাফেরা করার সময় তাকে আটক করে   পরিবারের কাছে হস্তান্তর করা হয়।    

এর আগে ১৬ মার্চ (বুধবার) রাত থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ডলার চুরির তদন্তে সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহাকে খুঁজে পাচ্ছিলনা তার পরিবার।

জোহার এক বন্ধুর বরাত দিয়ে তার স্ত্রী কামরুন নাহার দাবি করেন, রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে জোহাকে অপহরণ করেছে দুটি মাইক্রোবাসে আসা কয়েকজন মুখোশধারী। অবশেষে সাতদিন পর তিনি উদ্ধার হলেন।
 
এআর/এএইচ/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।