ঢাকায় ১৮ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ থেকে প্রায় ১৮ লাখ টাকার মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ও নগদ পাঁচ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. মিরাজ সর্দার (৩৮), রাহেলা খাতুন (৬০), শিউলি বেগম ওরফে বিলকিছ (৫০), আলতাফ হোসেন ওরফে আকাশ (৩৯) এবং জসিম উদ্দিন (৩০)।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান।

তিনি বলেন, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) যাত্রাবাড়ীর কাজলা ও দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এতে আনুমানিক ১১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানের বিষয়ে তিনি বলেন, যাত্রাবাড়ীর দনিয়ায় অভিযান চালিয়ে আনুমানিক ছয় লাখ ৯৬ হাজার টাকার দুই হাজার ৩২০ পিস ইয়াবাসহ আলতাফ হোসেন ওরফে আকাশ, জসিম উদ্দিন নামের দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি মোবাইল ও নগদ চার হাজার ৪৫০ টাকা।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আরএসএম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।