নটরডেম থেকে কদমতলী সার্কেল পর্যন্ত হচ্ছে ফ্লাইওভার


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২৩ মার্চ ২০১৬

যানজট নিরসনে রাজধানীর নটরডেম কলেজের সামনে থেকে বাবু বাজারের কদমতলী সার্কেল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সভা কক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আয়োজিত পরিচালনা পরিষদের ৮ম সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

মন্ত্রী বলেন,  নতুন এ ফ্লাইওভারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আড়াই হাজার কোটি টাকা।আর এটি বাস্তবায়ন করবে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মন্ত্রী আরো বলেন, নির্মাণাধীন মৌচাক-মগবাজার ফ্লাইওভারের তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশের কাজ শেষ হয়েছে। আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অংশের উদ্বোধন করবেন। এরপরই এ অংশে যান চলাচল শুরু হবে।

এপ্রিলের শেষ সপ্তাহে মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হবে। সে লক্ষ্যে আগামী ২৭ মার্চ মেট্রোরেলের প্রথম প্যাকেজের চুক্তি স্বাক্ষর করা হবে বলেও জানান মন্ত্রী।

সভায় ঢাকা উত্তর সিটি কপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, গণপরিবহন সংকট নিরসনে রাজধানীতে তিন হাজার নতুন বাস নামানো হবে।পাশাপাশি ই টিকিটিং ব্যবস্থা থাকবে যার মাধ্যমে যাত্রীরা ট্রেনসহ সব বাস-ব্যবহার করতে পারবেন।

যত্রতত্র গাড়ি পার্কিং যানজটের বড় কারণ  উল্লেখ করে মেয়র বলেন, করপোরেশনের পক্ষ থেকে আমারা পুলিশকে অনুরোধ জানিয়েছি যত্রতত্র পাকিং বিষয়ক ৫ হাজারা টাকা করে জরিমানা অব্যাহত রাখতে। এছাড়া যানজট নিরসনে ২১ টি লুপ নির্মাণের চেষ্টা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন বলেও জানান তিনি।

যত্রতত্র পার্কিং বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বিভিন্ন স্থানে পার্কিং না করলে যানজট অনেকাংশই কমে আসবে। তাই সমন্বিত ভাবে সংশ্লিষ্টদের এ বিষয়ে উদ্যেগ নিতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের এ  সভায় ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারাসহ সভায় বিআরটিএ, পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা অংশ নেয়।

এএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।