এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে ডাবল ডেকার বাস, ভাড়া ৩৫ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ব্যতীত গণপরিবহনের খুব একটা সাড়া না মেলায় বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। প্রথম দফায় এক্সপ্রেসওয়েতে বিআরটিসির আটটি ডাবল ডেকার (দোতলা) বাস চলাচল করবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রথম দফায় উড়ালসড়ক হয়ে একটি রুটেই নিয়মিত বাস চলাচল করবে। খেজুরবাগান থেকে বিজয় সরণি হয়ে বিমানবন্দরের কাওলায় নেমে বাস যাবে উত্তরা জসিমউদদীন পর্যন্ত। এই ১১ দশমিক ৪ কিলোমিটার রুটে ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন>> যাত্রী ওঠানামার সুযোগ না থাকায় চলছে না বাস

এ বিষয়ে বিআরটিসির পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান বলেন, সোমবার থেকে প্রাথমিকভাবে আটটি ডাবল ডেকার বাস এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পরিচালনা করা হবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসগুলো চলাচল করবে।

এমওএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।