বাংলাদেশের পরাজয়ে কেঁদেছেন বিজয়


প্রকাশিত: ০৪:০৪ এএম, ২৪ মার্চ ২০১৬

দিনের শেষটা অন্যরকম হতে পারত। সাকিবের জন্মদিনটা হতে পারত স্মরণীয়। কারণ ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের ফল অনেকটাই বাংলাদেশের পক্ষে ছিল। জয়টা ছিল অনেকটা সুনিশ্চিত। কিন্তু জয়ের এত কাছে এসেও হারতে হলো টাইগারদের।

মাশরাফি বাহিনীর এমন পরাজয়ে হতাশ কোটি ক্রীড়াপ্রেমী। শেষ ওভারের অবিশ্বাস্য নাটকীয়তায় অবাক ক্রিকেট বিশ্ব। ফেসবুকে টাইগারদের এমন পরাজয়ে দুঃখ প্রকাশ করেছেন অনেকে। বাদ যাননি ক্রিকেটাররাও। বাংলাদেশের এমন পরাজয়ে অঝোরে কেঁদেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আজকে আমি টিম এ নেই তবুও এশিয়া কাপের সেই কষ্টময় সময়টার কথা মনে পরে গেল। আবারও আজকে কাঁদলাম অঝোর , সবসময় জান দিয়ে ভালবাসি এই দেশকে আমার বাংলাদেশ টিমকে!

আরএ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।