সুপ্রিম কোর্ট বার নির্বাচন : শেষ দিনের ভোট গ্রহণ চলছে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০১৬-১৭ ইং বর্ষের নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনের ভোট গ্রহণ চলছে। দুই দিনব্যাপি ভোটগ্রহনের শেষ দিন আজ।
গতকাল বুধবার এই ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের প্রথম দিনে ভোট দিয়েছেন সুপ্রিম কোর্টের ১ হাজার ৮শ’ ৬৮ জন আইনজীবী। দুদিনব্যাপী এ নির্বাচনের প্রথম দিনে গতকাল বুধবার সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ৪৩ বুথে সকাল দশটা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়।
দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবরাও সকাল ১০টা থেকে মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তারপর ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটার সংখ্যা ৫ হাজার ২৮ জন। সুপ্রিম কোর্ট বার নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট হারুনুর রশীদ। তার সঙ্গে রয়েছেন আরো ছয়জন সদস্য।
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বরাবরের মত মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ‘সাদা’ প্যানেল এবং জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ‘নীল’ প্যানেলের মধ্যে।
নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্ট বার-এ এখন উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। আজও সাদা ও নীল প্যানেলের সমর্থনে তাদের সমর্থকরা ভোট প্রার্থনার মিছিলে মুখরিত করে রেখেছে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গন। বুধবারের মতই প্রার্থীরা ভোটারদের প্রবেশ লাইনে দাঁড়িয়ে ভোট প্রার্থনা করছেন।
এফএইচ/এসএইচএস/আরআইপি