টেলিমেডিসিন কর্মসূচি উদ্বোধন করলো বিজিবি


প্রকাশিত: ০৫:১৭ এএম, ২৪ মার্চ ২০১৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জন্য টেলিমেডিসিন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় পিলখানাস্থ বিজিবি সদর দফতরে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ কার্যক্রম উদ্বোধন করেন।

বিজিবি পুনর্গঠনের আওতায় নতুন হাসপাতাল ৩টি হলো ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও খাগড়াছড়ি বর্ডার গার্ড হাসপাতাল। এর তিনটি হাসপাতালের মধ্যে সমন্বয় সাধন ও বিজিবি সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবায় এ টেলিমেডিসিন কর্মসূচি উদ্বোধন করা হয়।

সীমান্ত ও দেশের অভ্যন্তরে দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা। বিজিবির ৫৯টি ব্যাটালিয়ন এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সুবিধায় আনার জন্য এ উদ্যোগ।

এর আগে গত বছরের ১ জুন বিজিবিতে চালু করা হয় মোবাইল টেলিকনসালটেশন প্রোগাম।

জেইউ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।