ডিমলায় নির্বাচনী তফসিল বাতিল
নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার ৩য় দফায় খগাখড়িবাড়ী, গয়াবাড়ী ও টেপাখড়িবাড়ী ইউনিয়নে নির্বাচনের তফসিল বাতিল করেছে নির্বাচন কমিশনার।
গয়াবাড়ী ও টেপাখড়িবাড়ী ইউনিয়নে অধুনালুপ্ত ছিটমহলের ভোটার তালিকা অন্তর্ভুক্ত না করায় ও খগাখড়িবাড়ী ইউনিয়নের সীমানা জটিলতার কারণে আদালতে মামলা থাকায় তফসিল বাতিল করা হয়েছে বলে বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে জানা যায় ।
খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনের বাদী হয়ে সীমানা জটিলতার কারণে আদালতের রিট পিটশন দায়েরের পেক্ষিতে উক্ত ইউনিয়নে তফসিল বাতিল করা হয়েছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, নির্বাচন কমিশনের নির্দেশে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নের তফসিল বাতিল করা হয়েছে। বাতিলকৃত ইউনিয়নগুলোর মনোনয়ন বিক্রিসহ নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
জাহেদুল ইসলাম/এফএ/আরআইপি