স্বাধীনতা দিবসে সাভারে যান চলাচলে নতুন নির্দেশনা


প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৪ মার্চ ২০১৬

২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে সংশ্লিষ্ট রুটে যান চলাচলের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, স্বাধীনতা দিবসে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যরা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, দেশি-বিদেশি কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সাভার স্মৃতিসৌধে গমনাগমন করবেন।

তাদের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে ওইদিন ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ির চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়ক
গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-উত্তরা-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।
 
আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনগুলো নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।
 
টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।
 
জেইউ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।