বংশালে জুতার কারখানায় আগুন : দগ্ধ ৩


প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৪ মার্চ ২০১৬

রাজধানীর বংশাল এলাকায় আলো বাজার ছোট মসজিদের পাশে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে মালিকসহ ৩ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ তিনজন হলেন- কারখানার মালিক জসিম উদ্দিন (৪০), শ্রমিক আলী আক্কাস (৪৫) ও আব্দুল্লাহ (২৫)।

ওই কারখানার শ্রমিক রাসেল জাগো নিউজকে বলেন, মালিকসহ আমরা ৬ জন কাজ করছিলাম। দুপুর ৩টার দিকে হঠাৎ আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় মালিকসহ ৩ জন দগ্ধ হন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ সঙ্কর পাল বলেন, তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে আশঙ্কামুক্ত। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।