দেশে চালু হচ্ছে ই-পাসপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ১১:০৪ এএম, ২৪ মার্চ ২০১৬

দেশে ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু হবে, এ ব্যাপারে বিশেজ্ঞরা প্রকল্প তৈরি করছেন। ই-পাসপোর্ট বহনকারী যাত্রীদের ইমিগ্রেশন খুবই সহজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দুই/একটি জায়গা ছাড়া সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে। স্থানীয় নির্বাচনে সব সময় কিছুটা হলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নির্বাচনে যে সব স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে- কারো গাফিলতি থাকলে সে ব্যাপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। আগামী কয়েক দফার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

এ সময় টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।