যুক্তরাজ্যের হুমকির কারণে চুক্তি হয়েছে


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৪ মার্চ ২০১৬

‘কার্গো ফ্লাইট পরিচালনায় যুক্তরাজ্যের বেশ কিছু শর্ত না মানা হলে ৩১ মার্চের মধ্যে সব যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও তারা নিষেধাজ্ঞা আরোপ করতো। যুক্তরাজ্যের ওই হুমকির কারণে নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা নিরাপত্তা চুক্তি করেছি। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের রেডলাইনের সঙ্গে আমরা চুক্তি সম্পন্ন করেছি।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার এ কথা বলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হকের বিদায় উপলক্ষ্যে বেবিচক এর প্রধান কার্যালয়ে আজ এক মত বিনিময়ের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানেই তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৩১ মার্চের মধ্যে শর্তপূরণ না  করলে বন্ধ করে দিতো বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচলও। আমাদের স্বল্প জনবলের কথা উল্লেখ করে আমরা সরকারের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি। বিমানবন্দরে নিরাপত্তার জন্য ৭২০ জন লোকবল প্রয়োজন। গত বছরের ২৫ অক্টোবর থেকে আমরা নিরাপত্তা ইস্যুতে কাজ করছি। নিজেদের উদ্যোগেই আমরা করছি। বিদেশি নিরাপত্তা কোম্পানির কর্মীরা দক্ষ।  তাই তাদের কাছে অনেক শেখার আছে।

আগামী রোববার অানুষ্ঠানিকভাবে এয়ার ভাইস মার্শাল এহসানুল হকের কাছে চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে বলে জানান এম সানাউল হক। নতুন চেয়ারম্যান সাংবাদিকদের সাথে সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করবেন বলেও আশাবাত ব্যক্ত করেন তিনি।

আরএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।