ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২৪ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা দুঃখজনক। তাই দ্বিতীয় দফা নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সতর্কভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী।   

বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, আমরা যে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি বা নিয়েছিলাম সেখানে নিশ্চয়ই কোনো না কোনোভাবে যারা কিনা এই সহিংসতার চেষ্টা করেছিল কিছু কিছু জায়গায়। আমরা আশা করি আইন-শৃঙ্খলা সদস্যগণ সামনে আরো সতর্ক থাকবেন। যাতে করে এজাতীয় ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা আশা করব সামনে যারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ তারা চোখ কান খোলা রাখবেন। সার্বক্ষণিকভাবে।

নির্বাচন কমিশনার আরো বলেন, যারা নির্বাচনে আচরণবিধি ভঙ করবে তারা আইন ভঙকারী হিসেবে চিহ্নিত হবে। সেখানে দণ্ড কি হবে তা উল্লেখ রয়েছে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ওসি মো. মামুনুর রশিদ, চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউপির নৌকার প্রার্থী মো. কাশেম খান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

ইকরাম চৌধুরী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।