বর্তমান নির্বাচন কমিশন সবচেয়ে বড় অপদার্থ


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৫ মার্চ ২০১৬

বর্তমান নির্বাচন কমিশন সবচেয়ে বড় অপদার্থ। সরকারকে ধ্বংস করতেই তারা এমন নির্বাচন করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শুক্রবার দুপুরে বাদ জুমা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে বসে ফাতেহাপাঠ ও দোয়া-মোনাজাত শেষে স্থানীয় সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন তিনি।
 
তিনি বলেন, নির্বাচনের দিন তিন হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে। ব্যালট পেপার, ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। মানুষের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এরপরও প্রধান নির্বাচন কমিশনার বলছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এমন নির্বাচন আমরা চাই না। নির্বাচন ভালো হওয়া দরকার। স্থানীয় সরকার নির্বাচন ভাল হলে যোগ্য লোক নির্বাচিত হবেন। নির্বাচন সুষ্ঠু হলে আমারা আমাদের দেশ ভালোভাবে চালাতে পারবো।

নির্বাচনে ১২ জনের প্রানহানী প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, শিশুকে গলাটিপে হত্যা, মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়া, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি ও ছনের ঘরের এক গরীবের টাকা চুরির ঘটনায় সরকারের যেমন দায় দায়িত্ব রয়েছে। তেমনি নির্বাচনে ১২ জনের প্রানহানীর ঘটনায়ও সরকারের দায়-দায়িত্ব রয়েছে।
 
তিনি আরো বলেন, আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীন দেশে এখন আমরা মারামারি কাটাকাটি করছি। বঙ্গবন্ধু এটি চাননি। আমি বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তার জন্যই দেশের সেবা করার সুযোগ পেয়েছি। আল্লাহ আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধুর সমস্ত গুণহা মাফ করে তাকে বেহেস্তবাসী করুন। এই দেয়া করেছি।
 
এর আগে দুপুরে কাদের সিদ্দিকী টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর পারিবারিক মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, দলের কার্য নির্বাহী কমিটির সদস্য ফরিদ আহম্মেদ রফিকুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম সহ দলের শতাধিক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর কবরে ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করেন।
 
এরপর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর কবরের পাশে বসে এক একা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত ও কান্নাকাটি করেন।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।