এপ্রিলের প্রথম দিন প্রাঙ্গণেমোরের কনডেমড সেল


প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৬ মার্চ ২০১৬

বাংলাদেশে দলীয় পর্যায়ে রবীন্দ্রনাথের নাটকের নিয়মিত চর্চার প্রথম প্রয়াস নিয়ে আসে জনপ্রিয় নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। এই নাট্যদলের কার্যক্রম বাংলাদেশে নিয়মিতভাবে রবীন্দ্র নাট্যচর্চার ক্ষেত্রে নুতন প্রাণ সঞ্চার করেছে এ কথা আজ বাংলাদেশের নাট্যাঙ্গণে স্বীকৃত সত্য।

‘প্রাঙ্গণেমোর’ ইতিমধ্যে ৪টি রবীন্দ্র নাটক মঞ্চে এনেছে যা দেশ ও দেশের বাইরে দর্শক নন্দিত হয়েছে। রবীন্দ্র নাট্যচর্চার সাফল্যের ধারাবাহিকতার পর প্রাঙ্গণেমোর নাট্যদল এবার মঞ্চে নিয়ে আসছে অনন্ত হিরার রচনা ও আউয়াল রেজার নির্দেশনায় নাটক ‘কনডেমড সেল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আগামী ১ এপ্রিল সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

‘কনডেমড সেল’ নাটকটিতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, সোহাগ ও প্রকৃতিসহ আরো অনেকে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।