এপ্রিলের প্রথম দিন প্রাঙ্গণেমোরের কনডেমড সেল
বাংলাদেশে দলীয় পর্যায়ে রবীন্দ্রনাথের নাটকের নিয়মিত চর্চার প্রথম প্রয়াস নিয়ে আসে জনপ্রিয় নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। এই নাট্যদলের কার্যক্রম বাংলাদেশে নিয়মিতভাবে রবীন্দ্র নাট্যচর্চার ক্ষেত্রে নুতন প্রাণ সঞ্চার করেছে এ কথা আজ বাংলাদেশের নাট্যাঙ্গণে স্বীকৃত সত্য।
‘প্রাঙ্গণেমোর’ ইতিমধ্যে ৪টি রবীন্দ্র নাটক মঞ্চে এনেছে যা দেশ ও দেশের বাইরে দর্শক নন্দিত হয়েছে। রবীন্দ্র নাট্যচর্চার সাফল্যের ধারাবাহিকতার পর প্রাঙ্গণেমোর নাট্যদল এবার মঞ্চে নিয়ে আসছে অনন্ত হিরার রচনা ও আউয়াল রেজার নির্দেশনায় নাটক ‘কনডেমড সেল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আগামী ১ এপ্রিল সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
‘কনডেমড সেল’ নাটকটিতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, সোহাগ ও প্রকৃতিসহ আরো অনেকে।
এলএ/এমএস