স্মৃতিসৌধ থেকে তনু হত্যার বিচারের দাবি


প্রকাশিত: ১০:১৪ এএম, ২৬ মার্চ ২০১৬

সাভারের জাতীয় স্মৃতিসৌধে থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে মানবন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় পৃথক দুটি সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

তনু হত্যার বিচারের দাবিতে মানবন্ধন করে বাংলাদেশ অ্যান্টি কর্পোরেশন ফেডারেশন নামের একটি সংস্থা।  এ সময় সংগঠনের নেতারা বিভিন্ন প্লাকার্ডে ‘তনু আমার বোন, আমার বোনের হত্যা ও ধর্ষণের বিচার চাই’, ‘গণহত্যা তারপর হত্যা তনুদের তরে এই স্বাধীনতা উপহার?’, ‘আর কত তনু ধর্ষিত হলে বিচার হবে?’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ইত্যাদি স্লোগান নিয়ে মানবনন্ধন করেন।

tonu

এছাড়া গণবিশ্ববিদ্যালয়ের বৃন্ত নামের একটি সংগঠন থেকে তনু হত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষরতা কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তারা প্রায় তিন শতাধিক স্বাক্ষর গ্রহণ করেন।

গণবিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষক তানভীর আহমেদ বাংলাদেশ অ্যান্টি কর্পোরেশন ফেডারেশন এর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এছাড়া গণস্বাক্ষরতা কর্মসূচির আয়োজন করে গণবিশ্ববিদ্যালয়ের মাহফুজ, ফয়সাল, বিধান, তানিমা, লিজা প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার (২০ মার্চ) রাতে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে সোহাগী জাহান তনুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।