লিবিয়ায় গোলাগুলিতে ৪ বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৯:২১ এএম, ২৭ মার্চ ২০১৬

লিবিয়ার বেনগাজিতে দুই পক্ষের গোলাগুলিতে চার বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

শাহরিয়ার আলম বলেন, গভীর দুঃখের সাথে জানাচ্ছি চারজন বাংলাদেশি লিবিয়ার বেনগাজীতে বিবাদমান দুইপক্ষের গোলাগুলিতে নিহত হয়েছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)।

নিহতরা হলেন, ময়মনসিংহের হুমায়ুন কবির, রাজবাড়ীর জসিম উদ্দিন, মো. হাসান। তবে এদের মধ্যে একজনের পরিচয় এখনো জানা যায়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ত্রিপলীতে আমাদের অ্যাম্বেসি প্রয়োজনীয় কাজ করছে।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।