লাইসেন্স না নিয়ে গিজার তৈরি, জরিমানাসহ ইগা ব্র্যান্ড সিলগালা
বিএসটিআই থেকে লাইসেন্স না নিয়ে স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রয় ও বাজারজাত করে আসছিল ইম্পেরিয়াল ইলেকট্রিক্যাল অ্যান্ড গ্যাস অ্যাপ্লায়েন্স কোম্পানি (ইগা ব্র্যান্ড)। রোববার (২২ অক্টোবর) কোম্পানিটি সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা করে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় ডিএমপি পুলিশের সহযোগিতায় বিএসটিআই’র এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে ইম্পেরিয়াল ইলেকট্রিক্যাল অ্যান্ড গ্যাস অ্যাপ্লায়েন্স কোম্পানি (ইগা ব্র্যান্ড), রাজফুলবাড়ীয়া, সাভার, ঢাকা প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত একই পণ্য বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে এক লাখ টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দু’টি আইনে সর্বমোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আদালত এ অবৈধ কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটরি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন এবং পরিদর্শক মো. মঈন উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন ফিল্ড অফিসার মো. খালেদ হোসেন।
এনএইচ/এমআইএইচএস/জিকেএস