২৫ বছর আগের ডাকাতি মামলার রায় শুনে আদালতে অজ্ঞান আসামি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৫৭ এএম, ২১ নভেম্বর ২০২৩

চট্টগ্রামের এক আদালতে ডাকাতি মামলার সাজার রায় শুনে আবুল কাশেম ওরফে মাঝি কাশেম নামের দণ্ডপ্রাপ্ত এক আসামি অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফেরার পর তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নুরুল আনোয়ার চৌধুরী বলেন, ২৫ বছর আগের চট্টগ্রামের পটিয়া থানায় এক ডাকাতির মামলায় সোমবার রায় দেন আদালত। রায়ে আবুল কাশেম ওরফে মাঝি কাশেমকে তিন বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অন্য আসামিদের সাত বছরের কারাদণ্ড দেন আদালত। এসময় আদালতের কাঠগড়ায় উপস্থিত আবুল কাশেম রায় শুনে অজ্ঞান হয়ে পড়ে যান।

পরে আদালতের নির্দেশে আবুল কাশেমকে কাঠগড়া থেকে বের করে এজলাসের সামনের চেয়ারে বসানো হয়। এসময় আদালত আবুল কাশেমের চিকিৎসার ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন। এরপর আদালতের নির্দেশে পুলিশ প্রহরায় আবুল কাশেমকে নিয়ে যাওয়া হয়।

নুরুল আনোয়ার চৌধুরী আরও বলেন, ১৯৯৮ সালের ২৪ জুলাই পটিয়া থানার ওই ডাকাতি মামলায় জামিনে ছিলেন আবুল কাশেম। সোমবার রায় ঘোষণার তারিখে আসামি আদালতে হাজিরা দেন।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এক আসামি রায় শুনে অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরে জ্ঞান ফিরে এলে সুস্থ হওয়ার পর তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।