এবার ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩

নির্বাচন কমিশনের নির্দেশনায় ময়মনসিংহ ও সুনামগঞ্জের পর এবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকে (ডিসি) বদলি করেছে সরকার।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করে সোমবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান।

এর আগে গত ২ ডিসেম্বর ময়মনসিংহ ও সুনামগঞ্জের জেলা প্রশাসককে বদলি করে সরকার।

একইসঙ্গে সারাদেশের ইউএনওদের বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কোণৈঅ ডিসির বিরুদ্ধে অভিযোগ উঠলে তাদেরও সরানো হবে বলে নির্বাচন কমিশনার পক্ষ থেকে জানানো হয়।

আরএমএম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।