রাজধানীতে ছিনতাইকালে পুলিশ সদস্য আটক


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৫ ডিসেম্বর ২০১৪

রাজধানীর হাইকোর্ট এলাকায় প্রকাশ্য দিবালোকে ছিনতাই করার সময় এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটক পুলিশ কনস্টেবলের নাম নূরে আলম। তিনি মাদারিপুরে পুলিশ লাইনে কর্মরত।

সোমবার বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর মৎস্য ভবন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মিজান নামে নূরে আলমের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, হাইকোর্ট এলাকা দিয়ে এক ব্যক্তি রিকশাযোগে যাওয়ার সময় কনস্টেবল নূরে আলম ও কনস্টেবল খলিলসহ ৪/৫ জন তার গতিরোধ করে ওই ব্যক্তির সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় ওই ব্যক্তির চিৎকারে পুলিশ দৌড়ে গিয়ে নূরে আলম ও তার সহযোগী মিজানকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কনস্টেবল খলিল এবং অন্যরা পালিয়ে যায়।

তাদের কাছ থেকে ৭৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।