পিরোজপুরে প্রচারণায় সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৪ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীরের ভাই আলমগীর হোসেন বলেন, বুধবার বিকেলে পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফ আলীর সমর্থনে নির্বাচনী প্রচারণায় যান আমার ভাই। এসময় ঈগল প্রতীকের বশির ফরাজীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার ভাই গুরুতর আহত হন। দ্রুত তাকে পিরোজপুরের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন>> মুন্সিগঞ্জে নৌকা সমর্থকদের ওপর গুলি, কর্মী নিহত

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

এদিকে মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ডালিম নামের এক নৌকার কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে মারা যান তিনি। বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের নৌকার ক্যাম্প থেকে কিছুটা দূরে এ হামলার ঘটনা ঘটে।

কাজী আল-আমিন/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।