বহদ্দারহাটসহ ৬ বাজারের ইজারা বাতিলের সিদ্ধান্ত চসিকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৩ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪

নির্দিষ্ট সময়ে ইজারামূল্য পরিশোধ না করায় নগরের অন্যতম বৃহৎ বাজার বহদ্দারহাটসহ ছয় বাজারের ইজারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার (৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে ইজারদারদের চিঠি দেওয়ার কথা জানিয়েছেন চসিকের স্টেট অফিসার রেজাউল করিম।

ইজারা বাতিলের সিদ্ধান্ত হওয়া বাজারগুলো হচ্ছে বহদ্দারহাট, চকবাজার, পোস্তরপাড়, সাগরিকা গরু বাজার, কাজীর হাট ও আব্দুল মাবুদ সওদাঘর হাট।

চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের মার্চ মাসে এসব বাজারে ইজারাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হয়। পরবর্তীতে চূড়ান্ত হওয়া ইজারাদারদের একই বছরের ১৪ এপ্রিলের মধ্যে বাজারের ইজারামূল্য জমা দেওয়া বাধ্যবাধতা ছিল। কিন্তু ইজারাদাররা নির্দিষ্ট সময়ে মূল্য পরিশোধ করেননি। তাই চসিক এবার ইজারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

আবু আজাদ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।