বাংলাদেশি যাত্রী অসুস্থ

ঢাকা থেকে সৌদিগামী প্লেনের করাচিতে জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকা থেকে রিয়াদ যাওয়ার পথে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী অসুস্থ হওয়ায় পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করতে হয়েছে। তবে ফ্লাইটটি প্রথমে ভারতে নামার অনুমতি চেয়েছিল। অনুমতি না পাওয়ায় করাচিতে নামতে বাধ্য হয় ফ্লাইটটি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট এসভি–৮০৫ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৩টা ৫৭ মিনিটে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশ্যে রওনা হয়। উড্ডয়নের একটু পরেই আবু তাহের নামে ৪৪ বছর বয়সী এক বাংলাদেশি যাত্রীর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। সেসময় উড়োজাহাজটি ভারতের আকাশসীমায় অবস্থান করছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক উড়োজাহাজটির এক কর্মকর্তা জিও নিউজকে জানিয়েছেন, উচ্চ রক্তচাপের কারণে মাঝ আকাশে ওই বাংলাদেশি যাত্রীর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। পরিস্থিতি আরও খারাপ হলে তিনি বমি করতে শুরু করেন। যাত্রীর অবস্থা শোচনীয় দেখে পাইলট উড়োজাহাজ ঘুরিয়ে মুম্বাইয়ের দিকে রওনা হন এবং মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মানবিক অবতরণের অনুমতি চান। তখন তারা উড়োজাহাজটিকে নামতে দিতে অস্বীকার করেন।

পরে মুম্বাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের পরামর্শ অনুসারে উড়োজাহাজের পাইলট পাকিস্তানের করাচি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে নামার অনুমতি চান। অবশেষে স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

করাচি বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন অথরিটির চিকিৎসকরা দ্রুত আবু তাহেরকে চিকিৎসা দেন। পরে অবস্থার উন্নতি হলে তাকে নিয়েই ফ্লাইটটি রিয়াদের উদ্দেশ্যে রওনা হয়।

এমএমএ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।