ডেমরায় আগুন: খেলার সামগ্রীতে পূর্ণ ছিল ভবনটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৭ এএম, ২২ মার্চ ২০২৪

ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় আগুন লাগা চারতলা ভবনটি খেলার সামগ্রীতে পূর্ণ ছিল। সাড়ে আট ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

মূলত আমদানি করে খেলাধুলার সামগ্রী গুদামজাত করা হতো এ ভবনে। গুলিস্তানের হকি স্টেডিয়াম মার্কেটের দোকানগুলোকে সরবরাহ করা হতো সেসব পণ্য।

সকাল সাড়ে আটটার দিকে গিয়ে দেখা গেছে, ভবনের পেছনের দোতলার জানালা ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা পোড়া, আধাপোড়া ব্যাডমিন্টনের র্যাকেট, কর্ক বের করছেন। কিছু পণ্য তখনো অক্ষত ছিল।

সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়ার পরও ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে ঢুকে একই সঙ্গে বিভিন্ন দিক থেকে জানালা দিয়ে পানি দিচ্ছিলেন।

ডেমরায় আগুন: খেলার সামগ্রীতে পূর্ণ ছিল ভবনটি

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তথ্য পাওয়া যায়নি কোনো হতাহতেরও।

বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ভবনের তিনতলায় গোডাউনে আগুন লাগে। চারতলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও পাঁচটি ইউনিটসহ মোট ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

আরএমএম/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।