মিয়ানমার থেকে এলেন আরও ১১ বিজিপি সদস্য, মোট ২৮৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৯ এপ্রিল ২০২৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলির ঘটনা ঘটছে। সংঘর্ষ ঘিরে আবারও বাংলাদেশে আসতে শুরু করছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা।

শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত নতুন করে বিজিপির ১১ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

রাতে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

তিনি বলেন, আজ নতুন করে আরও ১১ জন (জীম্বংখালী দিয়ে ৩ জন এবং হাতিমারাঝিরি দিয়ে ৮ জন) বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত মোট ২৮৫ জন বাংলাদেশে অবস্থান করছেন।

গত ফেব্রুয়ারিতে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ১২ দিনের মাথায় বিজিপিসহ ৩৩০ নাগরিককে ফেরত নেয় মিয়ানমার। ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

টিটি/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।