রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৬ মে ২০২৪

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (১২) এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাঠানো হয়েছে।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. তারা মিয়া জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে ক্যান্টনমেন্ট এলাকার সেনা মালঞ্চ গেটের পেছনের রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় ওই কিশোরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই ওই কিশোর মারা যায়। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়াও চলমান।

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।