আওয়ামী লীগের সমাবেশ

‘জয় বাংলা’ স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৩ জুন ২০২৪

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ৷ক্ষমতাসীন দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন সমাবেশ ঘিরে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন দলটির নেতাকর্মীরা৷দুপুরের পর থেকে নেতাকর্মীদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান।

রোববার (২৩ জুন) দুপুরে শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর, রমনা কালীমন্দিরের প্রধান গেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় এলাকা ঘুরে দেখা গেছে, সবখানে আওয়ামী লীগ নেতাদের পদচারণা। দলে দলে তারা সমাবেশস্থলের দিকে আসছেন। ঢাকাসহ এর আশপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীদের বিভিন্ন যানবাহনে সমাবেশে এসে যোগ দিতে দেখা যায়। এক পর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

আওয়ামী লীগের সমাবেশ, ‘জয় বাংলা’ স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান

নেতাকর্মীদের অনেককে বিভিন্ন রঙের টি-শার্ট পরে ও পোস্টার হাতে সমাবেশে যোগ দিতে দেখা গেছে। তারা ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শুভ শুভ শুভদিন, আওয়ামী লীগের জন্মদিন’ স্লোগান দেন।

আওয়ামী লীগের সমাবেশ, ‘জয় বাংলা’ স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান

সমাবেশে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা জানিয়েছেন, দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তৃণমূলে সাংগঠনিক কার্যক্রমে বাড়তি প্রেরণা জোগাবে৷ রাজধানীর উত্তরখান থেকে সমাবেশে আসা আওয়ামী লীগের সমর্থক জাফর সরদার জাগো নিউজকে বলেন, আওয়ামী লীগকে ভালোবেসে এখানে এসেছি৷ দেশের উন্নয়নে দলটি কাজ করে যাচ্ছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছেন৷ শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় চাই৷

আওয়ামী লীগের সমাবেশ, ‘জয় বাংলা’ স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান

সাফিকুল ইসলান নামের যুবলীগের এক কর্মী বলেন, আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি শুধু আওয়ামী লীগ নয়, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্যও আনন্দের দিন৷ বাংলাদেশে সবচেয়ে বড় দলের জন্মদিনে আমরা সাধারণ কর্মীরা চাই শেখ হাসিনা আবারও দলের নেতৃত্বে আসুন৷ দেশ ও দলের অগ্রযাত্রা অব্যাহত থাকুক৷

এদিকে, ঢাকার আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীদের নিয়ে আসা গাড়িগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়কে সারি সারিভাবে দাঁড় করিয়ে রাখতে দেখা গেছে। তীব্র গরমে অনেক নেতাকর্মীকে সমাবেশস্থলে না ঢুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অবস্থান করতেও দেখা যায়৷

এনএস/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।