ইশরাকের বিবৃতির পর অফিস ছাড়লেন ডিএসসিসির বরখাস্ত প্রকৌশলী আশিকুর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ভাঙিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে যারা চাঁদাবাজি, দখলদারত্ব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

একই সঙ্গে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারত্বে তার নাম জড়িয়ে সংবাদ প্রচার বিশেষত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে জোরপূর্বক স্বপদে পুনর্বহালের পেছনে তার ইন্ধন রয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারেরও তীব্র প্রতিবাদ জানান তিনি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এই প্রতিবাদ করেন তিনি। যদিও ইশরাক হোসেনের এমন বিবৃতির পরপরই নগর ভবন থেকে গোপনে পালিয়ে যান প্রকৌশলী আশিকুর রহমান। তাকে পালাতে বিএনপির নেতাকর্মী পরিচয় দেওয়া কয়েকজন সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেন নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।

অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত ১৪ আগস্ট ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে বরখাস্ত করে ডিএসসিসি। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ ছিলেন। তবে গত ২ সেপ্টেম্বর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের নিয়ে (ইশরাক হোসেনের লোক বলে পরিচিত) নগর ভবনে ঢুকে মহড়া দেন আশিক।

এরপর থেকে তিনি নগর ভবনে নিয়মিত অফিস করছেন। বিধিবহির্ভূতভাবে বিভিন্ন ফাইলে স্বাক্ষরও করছেন। এ নিয়ে ২ সেপ্টেম্বর ‘দলবল নিয়ে অফিস করলেন ডিএসসিসির বরখাস্ত প্রকৌশলী’ শিরোনামে জাগো নিউজে একটি প্রতিবেদন প্রকাশ হয়। তারপরও নগর ভবন কর্তৃপক্ষের টনক নড়েনি। বৃহস্পতিবারও (৫ সেপ্টেম্বর) অফিস করেন আশিকুর রহমান।

তবে দুপুরে ইশরাক হোসেন বিবৃতিতে বলেন, আমার নাম ভাঙিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে যারা চাঁদাবাজি, দখলদারত্বসহ নানা অপকর্ম করে আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

গণমাধ্যমকে দেওয়া এই বিবৃতিতে তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে, রাজধানীর বিভিন্ন স্থানে একটি গোষ্ঠী বা কতিপয় দুর্বৃত্ত আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারত্বসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি ও নগর ভবনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে ভয়ভীতি দেখিয়ে আসছে।

আরও পড়ুন: বরখাস্ত প্রকৌশলী আশিকুরের অনিয়ম আইনিভাবে মোকাবিলা করা হবে

এমনকি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে জোরপূর্বক পুনরায় বসানোর পেছনে আমার ইন্ধন রয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে আসছে। এ বিষয়ে আমি স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের অপকর্মে আমার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। আমার নাম ভাঙিয়ে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। যারা আমার নাম ভাঙিয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে, আমি তাদের চিনি না। পাশাপাশি, দখলদারত্ব, টেন্ডারবাজিসহ যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করছে, আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিএনপির নাম-পরিচয় দিয়ে কোনো নেতাকর্মীর এসব কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানাচ্ছি।

রাজধানীর বিভিন্ন স্থানে তার নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিষয়টি অবহিত করায় প্রকৌশলী ইশরাক গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানান।

এমএমএ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।