সড়ক দুর্ঘটনায় ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর নিহত
ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক ইস্টাডিজ বিভাগের অধ্যাপক, আন্তার্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা ও ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (৫৪) ও তার গাড়িচালক সেন্টু এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় আরো দুই জন আহত হন।
বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে মাগুরার সদর উপজেলার পারনান্দুয়াল এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনি ও তার গাড়িচালক নিহত হন।
দেশ-বিদেশে পরিচিতি ও বহু গ্রন্থের প্রণেতা নিহত ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ঝিনাইদহ সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের মৃত আনোয়ারুজ্জামান মাস্টারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর সৌদি আরবের রিয়াদ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে সেখানেই শিক্ষকতা শুর করেন। পরে তিনি ইসলামি ইউনিভার্সিটিতে যোগদান করেন।
ব্যক্তিগত জীবনে তিনি ফুরফুরা শরীফের বড় হুজুর কেবলার বড় সাহেবজাদা ঢাকার দারুসসালামের আনসার সিদ্দিকীর জামাতা। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক। ছেলে ওসামা জাহাঙ্গীর সৌদি আরবের রিয়াদ ভার্সিটিতে লেখাপড়া করছেন।
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর দ্বিনি শিক্ষার জন্য ঝিনাইদহ শহরের গোবিন্দপুর এলাকায় বিদেশি অর্থে আল ফারুক একাডেমি ও আস সুন্নাহ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। সেখানে মেয়ে ও ছেলেদের হেফজেখানা প্রতিষ্ঠা করা হয়।
এদিকে সড়ক দুর্ঘটনায় দেশ-বিদেশে পরিচিত বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের মৃত্যুর খবর ঝিনাইদহে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তার কর্মস্থল ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা শোকে কাতর হয়ে পড়েন। ইরান ও তুরস্ক থেকে তার মৃত্যুর খবর শুনে শুভানুধ্যয়ীরা ঝিনাইদহে ছুটে আসেন বলে জানা গেছে।
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর পিস টেলিভিশন, ইসলামি টেলিভিশন ও এনটিভিসহ দেশ বিদেশের মিডিয়ায় কাজ করতেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ দাফনের জন্য ঝিনাইদহে নেয়া হয়েছে। জানাজা শেষে পারিবারিক সিদ্ধন্ত মোতাবেক তাকে দাফন করা হবে।
এসএইচএস/পিআর