অস্ত্র উদ্ধার

বিল্লাল গাজী হত্যায় কবজি কাটা গ্রুপের ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৪
ছবিতে বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিল্লাল গাজী নামে এক হাউজিং কর্মীকে কুপিয়ে হত্যার মামলায় অন্যতম আসামি ও ‘কবজি কাটা গ্রুপের’ অন্যতম সদস্য বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সামুরাই, পাহাড়ি দা, লক কাটার, তিনটি ওয়াকিটকি, দুটি ওয়াকিটকি চার্জার, শিশা খাওয়ার মেশিন, মোটরসাইকেল, রাউটার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব।

শুক্রবার (২৯ নভেম্বর) মোহাম্মদপুরের দুর্ধর্ষ এই গ্যাংটির সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক শিহাব করিম।

মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলার বরাত দিয়ে এএসপি শিহাব করিম জানান, নিহত বিল্লাল গাজী সাভার থানার একটি হাউজিং কোম্পানির মাঠ পর্যায়ের কর্মী। গত ১ অক্টোবর রাতে তিনি অফিসের লোকজনের সঙ্গে প্রকল্প এলাকা থেকে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পথে মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লালসহ কবজি কাটা গ্রুপের ২০-২৫ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বিল্লাল গাজীকে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিল্লাল গাজীর মা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লালকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টিটি/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।