অষ্টমবার্ষিকী উদযাপন
যাত্রীদের ‘থ্যাঙ্ক ইউ’ টোকেন ও লাইফস্টাইল ভাউচার দিচ্ছে উবার
দেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং অ্যাপ ‘উবার’ তাদের অষ্টমবার্ষিকী উদযাপন করছে। এ উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ‘থ্যাঙ্ক ইউ’ ক্যাম্পেইন চালু করা হয়েছে।
গত ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনের আওতায় উবার শীর্ষ ড্রাইভার-পার্টনার, যাত্রী ও হিরো পার্টনারদের স্বীকৃতি প্রদান ও উদযাপনের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো—যাত্রাপথে চালক ও যাত্রীদের কৃতজ্ঞতা জানিয়ে অন-ট্রিপ ‘থ্যাঙ্ক ইউ’ টোকেন প্রদান, টপ ড্রাইভার ও পার্টনারদের জন্য দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, শীর্ষ যাত্রীদের জন্য বিশেষ লাইফস্টাইল ভাউচার দেওয়া হচ্ছে।
অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে উবার জানিয়েছে, বাংলাদেশ গত ৮ বছরে এ প্ল্যাটফর্মটি ৭২ লাখের বেশি যাত্রীকে সেবা দিয়েছে। তাছাড়া সাড়ে তিন লাখ ড্রাইভার-পার্টনারের জন্য আয়ের সুযোগ তৈরি করেছে। উবার চালকরা গত ৮ বছরে ১২২ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। যাত্রা শুরুর পর থেকে উবার বাংলাদেশে ১৬ দশমিক ৬ কোটি ট্রিপ সম্পন্ন করেছে।
জানা যায়, ২০১৬ সালের নভেম্বর মাসে ঢাকায় যাত্রা শুরুর পর থেকে উবার দেশের পরিবহন খাতে ভূমিকা রেখে আসছে। ধীরে ধীরে তাদের সেবার পরিধি বাড়িয়ে মানুষের নানাবিধ প্রয়োজন মেটাতে সক্ষমতা দেখিয়েছে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস বলেন, ৮ বছরে উবার বাংলাদেশের পরিবহন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। উবার যাত্রীদের চালকদের সঙ্গে সংযুক্ত করেছে, যারা আমাদের প্ল্যাটফর্মের মেরুদণ্ড। এ কমিউনিটির জন্য সেবা উন্নত করতে ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এএএইচ/এমআরএম/এএসএম