পলিথিনের ব্যবহার কমাতে বিকল্প পণ্য করমুক্ত রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
পলিথিন বিষয়ে জাতীয় কর্মশালা আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন

পলিথিনের ব্যবহার কমাতে পলিথিন আমদানিতে শুল্ক আরোপ ও বিকল্প পণ্য করমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) লিগ্যাল কো-অর্ডিনেটর অ্যাডভোকেট এস হাসানুল বান্না।

তিনি বলেন, পলিথিনের ব্যবহার সীমিত করতে হলে পণ্যের সঙ্গে বিনামূল্যে পলিথিন দেওয়া বন্ধ করতে হবে, পলিথিনের ওপর কর আরোপ করতে হবে। ক্রেতা যদি পণ্যের সঙ্গে পলিথিন চায় তবে তার বিনিময়ে মূল্য নিতে হবে।

শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব পরামর্শ তুলে ধরেন। ‘পলিথিন প্লাস্টিকে বিপন্ন পরিবেশ: সংকট সমাধানে করণীয়’ শীর্ষক জাতীয় কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

অ্যাডভোকেট এস হাসানুল বান্না বলেন, বাংলাদেশে পলিথিন নিষিদ্ধের ব্যাপারে যথেষ্ট আইন-কানুন আছে, কিন্তু সেগুলোর আধুনিকায়ন করা হয়নি। যার ফলে প্যাকেজিং কোম্পানিগুলো কোন স্ট্যান্ডার্ড ফলো করছে সে বিষয়ে তারা নিশ্চিত নয়। ফলে কোম্পানিগুলো প্যাকেজিং ঠিক মতো করছে না।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই পলিথিনের ব্যাপারে কঠোর আইন আছে। বিশ্বের অনেক দেশেই পলিথিন নিয়ে যাওয়া যায় না। বাংলাদেশেও এমন অনেক আইন আছে কিন্তু বাস্তবায়ন নেই, আইনের বাস্তবায়ন জরুরি। সেসব আইন বাস্তবায়ন হলে বাংলাদেশও বিশ্বের বুকে উদাহরণ হয়ে থাকতে পারবে।

এসময় তিনি বিকল্প পণ্য বাজারে এনে শক্ত আইন প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে পরবর্তী সরকারকে পলিথিন বিষয়ে কঠোর থাকতে বাধ্য করার আহ্বান জানান।

আরএএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।