মোস্তফা সরয়ার ফারুকী

বাংলা একাডেমিকে বিশেষ গ্রুপের লোকের আখড়া বানানো হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

বাংলা একাডেমিকে একটি বিশেষ মত ও গ্রুপের লোকের আখড়া বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (২৬ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

বাংলা একাডেমির পুরস্কার ঘোষণা করে তা স্থগিত করার বিষয়ে উপদেষ্টা বলেন, ভুল করে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়। বাংলা একাডেমির যে পুরস্কার প্রধান প্রক্রিয়া এটি একটি অদ্ভুত প্রক্রিয়া, এটার মধ্যে ওপেননেস নেই।

তিনি বলেন, পুরস্কার দেওয়ার প্রক্রিয়ায় নির্বাচিত ৩০ ফেলো যাদের নাম সুপারিশ করেন, কমিটিকে তাদের মধ্য থেকেই পুরস্কার দিতে হয়। এসবসহ সম্পূর্ণ বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর জন্যই সংস্কার কমিটি করা হচ্ছে।

সলিমুল্লাহ খান দুবার বাংলা একাডেমির সাধারণ সদস্য হওয়ার আবেদন করেও ব্যর্থ হয়েছেন জানিয়ে উপদেষ্টা বলেন, এটা হচ্ছে সেই বাংলা একাডেমি। এখন যে বর্তমান মহাপরিচালক তিনিও বাংলা একাডেমির সাধারণ সদস্য ছিলেন না।

খ্যাতিমান লেখকদের অনেকেই বাংলা একাডেমির সদস্য নন জানিয়ে উপদেষ্টা বলেন, নতুন চিন্তার কোনো অন্তর্ভুক্তি এই বাংলা একাডেমির মধ্যে নেই। কারণ এই একাডেমিটা এমনভাবে আখড়া বানানো হয়েছে- একটা বিশেষ মতের একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া কেউ সেখানে ঢুকতে পারবে না।

ফারুকী বলেন, এখন একটা সংস্কারের দিকে যাবো। পরিচালন পদ্ধতি, নীতিমালা যা যা করার দরকার, যাতে এটা (বাংলা একাডেমি) একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয়, এটা যাতে জড় বস্তু হয়ে না থাকে।

আরএমএম/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।