ধানমন্ডি ৩২-এ জয় বাংলা বলায় বেধড়ক পিটুনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
ছাত্রজনতা গণপিটুনি থেকে বাঁচিয়ে ওই ব্যক্তিকে রিকশায় করে অন্যত্র নিয়ে যান

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি হঠাৎ এসে বলেন, এসব করার কী দরকার?

এরপর তিনি জয় বাংলা বলে স্লোগান দেন।

সরেজমিনে দেখা গেছে, উত্তেজিত জনতা গণপিটুনি দিতে দিতে বাড়ির বা্ইরে রাস্তায় নিয়ে যান। এসময় ছাত্র-জনতা গণপিটুনি থেকে বাঁচিয়ে ওই ব্যক্তিকে রিকশায় করে অন্যত্র নিয়ে যান।

আরএএস/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।