পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের ফলেই এ পরিস্থিতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন/ ফাইল ছবি

ভারতে বসে শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দেওয়ায় তরুণদের আবেগে আঘাত লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য বন্ধে বার বার চেষ্টা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা বার বার ভারতকে অনুরোধ করে যাচ্ছি। লিখিতভাবে জানানো হয়েছিল, যার কোনো জবাব এখনো পাইনি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বাড়ি ভাঙা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা অনবরত উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যেটি তরুণ প্রজন্মের আবেগে আঘাত করেছে। সেজন্য এমন ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়। আমরা বার বার ভারতকে অনুরোধ করে যাচ্ছি। লিখিতভাবে জানানো হয়েছিল, যার কোনো জবাব এখনো পাইনি। আজ বৃহস্পতিবার সকালে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে চিঠি দেওয়া হয়েছে। এখন দেখতে হবে সামনে কী হয়, তারপর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

তিনি বলেন, যদি তিনি (শেখ হাসিনা) এ ধরনের ঘটনা (উসকানিমূলক বক্তব্য প্রদান) থেকে বিরত থাকতেন, তাহলে এই রকম ঘটনা (বাড়ি ভাঙা) হয়তো হতো না। সরকারের পদক্ষেপের বিষয় যেটা সেটা হলো সেনাবাহিনীও সেখানে গেছে। তারা নিবৃত করেছেন। সেটা যাতে আরও ছড়িয়ে যেতে না পারে, নিয়ন্ত্রণ করতে পেরেছেন।

এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার ইঙ্গিত দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দক্ষিণ এশিয়ার একটি দেশের সঙ্গে সম্পর্ক হিসেবেই দেখতে চাই। সিঙ্গেল আউট করে কারও লাভ নেই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিল নাগাদ ঢাকা আসতে পারেন। অমীমাংসিত বিষয় নিশ্চয়ই আলাপ হবে, তবে তার ওপর নির্ভর করে সম্পর্ক খারাপ রাখার কোনো মানে নেই।

এসইউজে/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।