হিতে যেন বিপরীত না হয়

সম্পাদকীয়
সম্পাদকীয় সম্পাদকীয়
প্রকাশিত: ১০:১৩ এএম, ২০ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চিকিৎসকদের পরামর্শ ও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। নানাজন নানা অবৈজ্ঞানিক পন্থা অবলম্বন করছেন যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

উদ্ভূত পরিস্থিতিতে মানবদেহে সরাসরি জীবাণুনাশক ছিটানোর ক্ষতির ব্যাপারে সতর্ক করে এ ধরনের কাজ বন্ধ করতে সব জেলার সিভিল সার্জনকে নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদফতর। গত ১৬ এপ্রিল অধিদফতরের পরিচালক রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডিরেক্টর (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. শাহনিলা ফেরদৌসী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় সরাসরি মানবদেহে জীবাণুনাশক ছড়ানোর ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, উক্ত কাজে জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডারের (হাইপোক্লোরাইড) দ্রবণ ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের উন্মুক্ত বহিরাঙ্গসহ চোখ মুখের জন্য ক্ষতিকর। এভাবে জীবাণুনাশক ছিটানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদফতর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে। এমতাবস্থায় এ ধরনের কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, এ রােগের একমাত্র প্রতিষেধক হলাে পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করা। যেহেতু জনসাধারণের একে অপরের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ করা ছাড়া সংক্রমণ প্রতিরােধ করা সম্ভব নয় এবং যেহেতু বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই রােগের সংক্রমণ ঘটেছে সেহেতু সংক্রামক রােগ (প্রতিরােধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ (২০১৮ সালের ৬১ নং আইন) এর ১১ (১) ধারার ক্ষমতাবলে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘােষণা করা হলাে।

সংক্রমিত এলাকার জনসাধারণকে নিম্নবর্ণিত নির্দেশাবলি কঠোরভাবে অনুসরণ করার জন্য অনুরােধ করা হলাে :
১. করােনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতীব জরুরি প্রয়ােজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া যাবে না।
২. এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলাে।
৩. সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না।

আতঙ্ক নয় বাঁচার উপায় সচেতন হওয়া। স্বাস্থ্যবিধি মেনে চলে ঘরে থাকা। কিন্তু এর ব্যত্যয় ঘটছে। যা দুঃখজনক। বাঁচতে হলে মানতে হবে স্বাস্থ্য পরামর্শ। এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে।

এইচআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।