বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে করোনা ভ্যাকসিন

ডা. পলাশ বসু
ডা. পলাশ বসু ডা. পলাশ বসু , চিকিৎসক ও শিক্ষক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৯ আগস্ট ২০২০

এ মুহুর্তে সবচেয়ে আশাবাদী এবং খুশির খবর হতে পারে করোনার ভ্যাকসিন আবিষ্কার। বিশ্বব্যাপী প্রায় ২০০ কোম্পানি এ ভ্যাকসিন আবিষ্কারের লক্ষ্যে কাজ করছে ঠিকই তবে এর মধ্যে ২০টি কোম্পানি সবচেয়ে অগ্রগামী অবস্থায় আছে। এই ২০০ কোম্পানির মধ্যে আমাদের দেশে মাসখানেক আগে ঘোষণা দেয়া বায়োটেক কোম্পানিও আছে কিনা তা অবশ্য জানি না। এখন তাদের অবস্থা কি, কতদূর এগোলো সেটাও আমাদের অজানাই রয়ে গেছে।

সে যাই হোক, করোনা ভ্যাকসিন এখন বিশ্বব্যাপী অতি প্রার্থিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এটাই বাস্তবতা। জীবন ও জীবিকার তাগিদে পুরো বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে "সুপার ভ্যাকসিন" নামে পরিচিত হতে যাওয়া এ ভ্যাকসিনের সফল আবিষ্কারের দিকে। তবে, এ নিয়ে দ্বিধা, দোলাচল, অবিশ্বাস কিন্তু থেমে নেই।

এর পেছনে সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে- ভ্যাকসিনটির নিরাপত্তাজনিত বিষয়। মানে হচ্ছে- এটি মানবদেহে প্রয়োগের পর এর পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি কী হবে সে সম্পর্কে সন্দেহ। মানবদেহে এটা কতখানি নিরাপদ হবে-এ প্রশ্নটাই এখন বিশ্বব্যাপী খুব করে ঘুরপাক খাচ্ছে। কারণ এত দ্রুত এর আগে বিশ্বে কোন ভ্যাকসিন তৈরি হয় নি। ফলে এটি বৃহত্তর পরিসরে মানবদেহে প্রয়োগের ফল কী হতে পারে সে ব্যাপারে উদ্বিগ্নতা থেকেই যাচ্ছে।

আসলে ভ্যাকসিন নিয়ে জনস্বাস্থ্যের বিষয়টা যতটা গুরুত্ব পাওয়ার কথা তার চেয়ে মনে হয় এখন বেশি হচ্ছে রাজনীতি। সেই রাজনীতিটা বিশ্ব পরাশক্তির মোড়লদের মধ্যে হচ্ছে- শক্তি প্রদর্শনের ফলাফলস্বরূপ হিসেবে। যেমন রাশিয়া ঘোষণা করেছে যে বিশ্বে তারাই প্রথম করোনা ভ্যাকসিনের আবিষ্কার ও তা প্রয়োগ করতে যাচ্ছে। অক্টোবরেই নাকি তা সম্ভবপর হবে। প্রশ্ন হচ্ছে, এর ট্রায়াল কোথায় হলো, কিভাবে হলো- বিশ্ববাসী তা জানে না। এ নিয়ে কোনো জার্নালে কোনো নিবন্ধও প্রকাশিত হয় নি।

অন্যদিকে ইংল্যান্ড, ইউএসএ অভিযোগ করেছে যে রাশিয়া ভ্যাকসিন আবিষ্কারের সাথে জড়িত ইউকেকেন্দ্রিক কোম্পানিগুলোর সার্ভারে হ্যাকিং এর মাধ্যমে প্রবেশ করে তথ্য উপাত্ত হাতিয়ে নিয়েছে। আবার ৬ আগস্ট, একটি রেডিও সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ৩ রা নভেম্বরে আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেনশিয়াল ইলেকশনের আগেই ভ্যাকসিন বাজারে চলে আসবে।

একই অনুষ্ঠানে তিনি দাবি করেন, অন্তত একটা চীনা কোম্পানি মডার্নার ভ্যাকসিনের তথ্যউপাত্ত হাতিয়ে নিয়েছে; যদিও স্বীকার করেছেন এ সংক্রান্ত প্রমাণ তার হাতে নেই। আবার আমেরিকার করোনা বিষয়ক কমিটির প্রধান ফাউসি বলেছেন সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে এ ভ্যাকসিনের প্রয়োগ শুরু হতে পারে।

তাহলে এসবের মানে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই যে- এটা নিয়ে জনস্বাস্থ্যের নিরাপত্তা, পার্শ্বপ্রতিক্রিয়ার মতো বিষয়টি যতটা না গুরুত্ব পাচ্ছে তার চেয়ে অধিক গুরুত্ব পাচ্ছে রাজনীতি। ডোনাল্ড ট্রাম্প চান এটাকে হাতিয়ার করে আগামী নির্বাচনে জিততে।কারণ এরই মধ্যে তিনি কৃষাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যা, চাকরি হারানো মানুষ, অর্থনীতির বেহাল দশা নিয়ে বেশ চাপে আছেন। ফলে করোনার ভ্যাকসিন যত তাড়াতাড়ি মার্কেটিং হবে ভোটের বাক্সে তারও একটা ইতিবাচক ফল পাবেন বলে ট্রাম্প মনে করছেন।

ভ্যাকসিন কনফিডেন্স প্রোগ্রামের প্রধান হেইডি লারসন রয়টার্সকে তাই বলছেন " দ্রুততম সময়ে ভ্যাকসিন আবিষ্কার রাজনীতিবিদদের জন্য শুভকর"। কিন্তু জনগনের দিক থেকে দেখতে গেলে বলতে হবে "অতিরিক্ত দ্রুততর হলে তা নিরাপদ হবে না"।

একই সাথে "এন্টি ভ্যাক্স" বলে একটা কথা প্রচলিত আছে। এটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে উদ্বিগ্নতা, এর কার্যকারিতা নিয়ে সন্দেহ বা ভ্যাকসিনের আড়ালে ষড়যন্ত্রতত্ত্ব সম্পর্কিত বিষয়। ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এন্টি ভ্যাক্সকে ঐ বছরের স্বাস্থ্যবিষয়ক প্রথম ১০টি ঝুঁকির একটা হিসেবে উল্ল্যেখ করেছে।

ফলে রাশিয়া, চীন, আমেরিকা আর ইংল্যান্ড- এই চারটি দেশ করোনা ভ্যাকসিন পরীক্ষার একদম শেষ ধাপে রয়েছে। এর মধ্যে আগেই বলেছি রাশিয়া সবার আগে করোনার ভ্যাকসিন তার দেশের জনগনকে দিতে চাই এবং তা অক্টোবরের মধ্যেই। চীনও আছে প্রায় শেষের দিকে।

চীন, রাশিয়া এ দুটো দেশের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়ে করোনা ভ্যাকসিন আবিষ্কারের সাথে জড়িত কোম্পানিগুলোর তথ্য চুরির অবিযোগ করেছে আমেরিকা ও ইংল্যান্ড। আবার আস্ট্রাজেনেকা ও মডার্নার পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রায় সকল ডোজ কিনে নিয়েছে ইংল্যান্ড ও আমেরিকা।
এমন অবস্থা দেখে তাই অনুমান করতে কষ্ট হয় না করোনার ভ্যাকসিন নিয়ে চলছে তুমুল বিশ্ব রাজনীতি। সেই সাথে চলছে এর কার্যকারিতা নিয়ে সন্দেহ। বাড়ছে বিশ্বাস ও অবিশ্বাসের এক গভীর দোলাচলও। দেখা যাক সামনের দিনগুলোতে এ নিয়ে আরো কোনো চমক আসে কিনা!

লেখক : চিকিৎসক ও শিক্ষক, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন বিভাগ, এনাম মেডিকেল কলেজ।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।